Saturday 10 April 2010

লোকালটক ওরফে ফিউশন ফাইভ, মুখোশের আড়ালে ওরা কারা?

সামহয়ারইনব্লগে একটি কর্মব্যস্ত নিক ফিউশন ফাইভ।

এই ফিউশন ফাইভ নিকটিকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। সাধারণ ব্লগারদের কাছে ফিউশন ফাইভ এক রহস্যময় চরিত্র, যার পরিচয় কেউই নিশ্চিত করে বলতে পারে না।

ফিউশন ফাইভ নিকটি আগে লোকালটক নিক ব্যবহার করে লিখতো। হঠাৎ একদিন তার ওপর নেমে আসে মডারেশনের খড়্গ। লোকালটক নিক ব্যান হয়ে যায়, মাঠে নামে ফিউশন ফাইভ।

২০০৮ সালের মে মাসে ঘটে এ ঘটনা।

লোকালটক একাউন্টটি সামহয়ারব্লগ থেকে সম্পূর্ণ ডিলেট করা হয়। সামুর চীফ মডারেটর জানা সৈয়দা গুলশান বেগম একেবারে নিশ্চিহ্ন করে দেয় একাউন্টটি।

এ কি শাস্তি?

নাকি প্রমাণ ধ্বংস করা?

আমরা সন্দেহ করি, দ্বিতীয়টি। কারণ ফিউশন ফাইভ নিকটি একান্তভাবে সামুব্লগে মডারেটর ও মালিকপক্ষের তল্পিবাহক, অন্য ব্লগ প্লাটফর্মগুলির প্রতি কুৎসা রটনা ও গালাগালির অস্ত্র।

ফিউশন ফাইভের পরিচয় জানে কেবল সামুর মালিকের বৌ জানা। কারণ ফিউশন ফাইভ জানারই পোষা কুকুর। জানারই ইঙ্গিতে সে ঘেউ ঘেউ করে, জানার ইঙ্গিতেই সে চুপ থাকে।

সম্প্রতি আমাদের হাতে এসেছে কিছু চাঞ্চল্যকর বিশ্লেষণ ও তথ্য। এ থেকে আমরা জানতে পারি, ফিউশন ফাইভ নিকের প্রধান দুই কারবারী হচ্ছে দুই ঘনিষ্ঠ বন্ধু

আশীফ এন্তাজ রবি



রাহা [রাশেদুল হাফিজ]

এই নিকটির খন্ডকালীন ব্যবহারকারীরা হচ্ছে

কৌশিক, অন্যমনস্ক শরৎ ও একরামুল হক শামীম


একে একে সব প্রমাণ আমরা হাজির করবো। ষ্টে টিউনড।

No comments:

Post a Comment