Sunday 30 May 2010

বাংলাদেশে ফেসবুক ব্লক করার পিছনে কি মোস্তফা জব্বারের হাত আছে?

জনাব মোস্তফা জব্বার বাংলাদেশে আইটি সেক্টরে শীর্ষস্থানীয় বুজরুকদের একজন। তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ মানুষের। বিজয় সফটওয়্যারটিকে অনৈতিক উপায়ে ছড়িয়ে দিয়ে এর মাধ্যমে মানুষকে জিম্মি করে পয়সা রোজগারের অভিযোগটি পুরাতন, সম্প্রতি জানা গেছে, বিজয়ের অন্যতম একজন প্রোগ্রামার জনাব মনিরুল আবেদীন পাপ্পানাকে তার প্রাপ্য মজুরি পরিশোধ করে নাই আইটি সেক্টরের গুরুজি, "ডিজিটাল বাংলাদেশ" এর "প্রণেতা" মোস্তফা জব্বার। এর প্রমাণ লুকানো আছে তার সফটওয়্যারের মধ্যেই, নিচের ভিডিওতে দেখেন তার প্রমাণ।





বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যান করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠে সেই খবর সম্পর্কে বিভিন্নজনের মতামত চাওয়া হয়েছে। মোস্তফা জব্বার যেহেতু আইটি সেক্টরের স্বঘোষিত কেষ্টুবিষ্টু, তাই তার কাছেও মতামত চাওয়া হয়েছে।


বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, 'প্রথমত আমি ফেইসবুক ও ব্লগ বন্ধের পক্ষে না। কিন্তু আরেকটি বিষয় দেখতে হবে, সেটা হলো, স্বাধীনতার নামে যেভাবে এর অপব্যবহার হচ্ছে, সেটা জঘন্য অবস্থায় পেঁৗছেছে। কাউকে পছন্দ হলো না, তাকে হেয়প্রতিপন্ন করে যা ইচ্ছা তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে।' 'উলঙ্গ স্বাধীনতা চাই না' উল্লেখ করে তিনি বলেন, ফেইসবুক একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত। মোস্তাফা জব্বার নিজেও এর অপব্যবহারের শিকার বলে জানান।




জব্বারের নিজের ওয়েবসাইট থেকে নেয়া এই ছবিটাতে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে জব্বারকে বসে থাকতে দেখি। ধারণা করা যায়, জব্বার প্রধানমন্ত্রীর ওপর কিছুটা হলেও প্রভাব বিস্তার করে থাকে। আবার ইউএনডিপি, নির্বাচন কমিশন ও অভ্রের বিরুদ্ধে তার মন্তব্য কেলেঙ্কারির জন্য কয়েক সপ্তাহ আগেই অনলাইন জগতে, অর্থাত ব্লগ ও ফেসবুকে মোস্তফা জব্বার মারাত্মক চোদা খেয়েছে।

আমরা কি এ থেকে ধরে নিতে পারি, যে ফেসবুক বন্ধের বুদ্ধিটা কর্তৃপক্ষকে এই আবালই দিয়েছে?

তাহলে কি পরবর্তী টার্গেট ব্লগ?